১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির ৯ নেতা বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক :  দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন। গতকাল মঙ্গলবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলার সহসভাপতি ফারুক আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ও সদস্য হারুনুর রশিদ দুলাল। দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাঁদের।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বিএনপি তৃণমূল নেতাদের হুঁশিয়ার করেছিল, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপির ৯ নেতা বহিষ্কার

Update Time : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক :  দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন। গতকাল মঙ্গলবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলার সহসভাপতি ফারুক আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ও সদস্য হারুনুর রশিদ দুলাল। দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাঁদের।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বিএনপি তৃণমূল নেতাদের হুঁশিয়ার করেছিল, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।