আলোর জগত ডেস্ক : নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহনের চলাচল করবে না। আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ।
পরিপত্রে আরো বলা হয়, ঢাকা উত্তর সিটির অধীন মহাসড়ক, আন্তঃজেলা বাস টার্মিনাল এবং মহানগর থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন গঠিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যারা নির্বাচনী এলাকার ভোটার বা বাসিন্দা নন, তাঁদের মঙ্গলবার রাত ১২টার আগেই নির্বাচনী এলাকা ছেড়ে যেতে হবে। নির্বাচনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বহিরাগত কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের (নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র পদর্শন করতে হবে) ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়া জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চালাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবে।