আলোর জগত ডেস্ক : মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি এই মহান সেনানায়ক মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে তার কবর জিয়ারত, কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া-মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেনারেল ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তিনি যৌবনে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবসর গ্রহণ করেন কর্নেল হিসেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন তিনি।