ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

আলোর জগত ডেস্ক :   আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক সঙ্কট কাটানোর জন্য ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোনো চিকিৎসক সঙ্কট থাকবে না। গতকাল বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। দুই মাসের মধ্যে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে ডাক্তারের কোনো সংকট থাকবে না।

বিরোধী দলের সদস্য ফখরুল ইমামের করা আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের একটি বিশাল মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে অনেকগুলো পুরস্কার পেয়েছেন।

তিনি বলেন, মানুষের গড় আয়ু ৭২ বছর হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে।

মন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে উঠে যাতে সার্বক্ষণিক চিকিৎসক থাকে-এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ জন করে চিকিৎসক দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।’

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

আপডেট টাইম : ০৫:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক সঙ্কট কাটানোর জন্য ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোনো চিকিৎসক সঙ্কট থাকবে না। গতকাল বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। দুই মাসের মধ্যে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে ডাক্তারের কোনো সংকট থাকবে না।

বিরোধী দলের সদস্য ফখরুল ইমামের করা আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের একটি বিশাল মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে অনেকগুলো পুরস্কার পেয়েছেন।

তিনি বলেন, মানুষের গড় আয়ু ৭২ বছর হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে।

মন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে উঠে যাতে সার্বক্ষণিক চিকিৎসক থাকে-এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ জন করে চিকিৎসক দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।’

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে বলেও জানান তিনি।