আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করতে যাচ্ছে তাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল বুধবার জোটের শীর্ষনেতা কামাল হোসেনের সভাপতিত্বে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
বৈঠকের সার্বিক বিষয় নিয়ে আ স ম আব্দুর রব বলেন, আমরা আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবো সেই বিষয়ে রোববার প্রস্তুতি সভা রয়েছে। সভায় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি জানিয়ে রব বলেন, জাতীয় প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি জায়গা আমাদের বিবেচনায় রয়েছে।
ড. কামাল হোসেন দলীয় ব্যক্তি তিনি কীভাবে বিচারক হবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন।
বৈঠকে অন্যদের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।