ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ড সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোস্টগার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদের মধ্যে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক গ্রহণ করবেন নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের জলসীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে কোস্টগার্ড নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশের বিশাল সমুদ্র এলাকা, উপকূলবর্তী ও অধিভুক্ত অভ্যন্তরীণ নৌপথে জনসাধারণের জানমাল রক্ষা, চোরাচালান দমন, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, নৌ অপরাধ দমন প্রভৃতি কাজে কোস্টগার্ড জনগণের আস্থা অর্জন করেছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বর্তমানে গভীর সমুদ্র ও সমুদ্র উপকূলীয় প্রায় ৮০৫ নটিক্যাল মাইল এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আঁধার সামুদ্রিক জলসীমার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ রক্ষা, দেশের সমুদ্রবন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ড সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোস্টগার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদের মধ্যে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক গ্রহণ করবেন নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের জলসীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে কোস্টগার্ড নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশের বিশাল সমুদ্র এলাকা, উপকূলবর্তী ও অধিভুক্ত অভ্যন্তরীণ নৌপথে জনসাধারণের জানমাল রক্ষা, চোরাচালান দমন, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, নৌ অপরাধ দমন প্রভৃতি কাজে কোস্টগার্ড জনগণের আস্থা অর্জন করেছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বর্তমানে গভীর সমুদ্র ও সমুদ্র উপকূলীয় প্রায় ৮০৫ নটিক্যাল মাইল এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আঁধার সামুদ্রিক জলসীমার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ রক্ষা, দেশের সমুদ্রবন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।