নিজস্ব প্রতিবেদক: জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের সরকারি সফরে মিউনিখের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হন তিনি।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্যরা।
আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৫ টি দেশের রাষ্ট্রপ্রধান এ সম্মেলনে যোগ দেবে।সফরকালে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জার্মান চ্যান্সেলরসহ বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি।
এছাড়া জার্মানী থেকে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন প্রধানমন্ত্রী। আবুধাবিতে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি।এতে বিনিয়োগ সংক্রান্ত ২টি সমঝোতা স্মারক সই হবে। এই সফরের মাধ্যমে দুবাইয়ের শ্রমবাজার খুলে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
২০ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।