০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৪২ Time View

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :   সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বসে এ কথা জানান তিনি।

কাদের বলেন, সড়কে শৃঙ্খলা আসেনি। আমি বলিনি আমি সফল। আমি মন্ত্রী হবার পর নিজেই বলেছি, যানজট-সড়ক দুর্ঘটনা রয়েছে। সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শিগগিরই ডাকা হবে। নতুন করে কমিটি সাজাবো। নতুনভাবে প্রোগ্রাম নেয়ার চিন্তাভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় কমিটি করে দেব। তাদের কাছ থেকে অল্প দিনের ব্যবধানে প্রতিবেদন চাইব, পরবর্তীতে যদি টাস্কফোর্স করতে হয় তাও করব।

সড়কে বিশৃঙ্খলার জন্য শক্তিশালী কোনো মহল দায়ী কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি নিজে মন্ত্রী হয়ে এর দায় এড়াতে পারি না। মেট্রোরেল, পাতাল রেলসহ যেসব কাজ হচ্ছে তাতে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বিভিন্ন সড়কে কাজ চলছে, সেগুলো হলে অনেক সমস্যাই কমে যাবে। এখন দুর্ঘটনার সংখ্যা কম, কিন্তু নিহতের সংখ্যা বেশি।

তিনি বলেন, অনেকে ইজিবাইক, নসিমন করিমনের সঙ্গে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। কিন্তু মানুষের জীবনটা আগে বাঁচাতে হবে।বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয় আর ইজি বাইকে যদি ১০ জন থাকে, তবে ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা: ওবায়দুল কাদের

Update Time : ০৭:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বসে এ কথা জানান তিনি।

কাদের বলেন, সড়কে শৃঙ্খলা আসেনি। আমি বলিনি আমি সফল। আমি মন্ত্রী হবার পর নিজেই বলেছি, যানজট-সড়ক দুর্ঘটনা রয়েছে। সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শিগগিরই ডাকা হবে। নতুন করে কমিটি সাজাবো। নতুনভাবে প্রোগ্রাম নেয়ার চিন্তাভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় কমিটি করে দেব। তাদের কাছ থেকে অল্প দিনের ব্যবধানে প্রতিবেদন চাইব, পরবর্তীতে যদি টাস্কফোর্স করতে হয় তাও করব।

সড়কে বিশৃঙ্খলার জন্য শক্তিশালী কোনো মহল দায়ী কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি নিজে মন্ত্রী হয়ে এর দায় এড়াতে পারি না। মেট্রোরেল, পাতাল রেলসহ যেসব কাজ হচ্ছে তাতে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বিভিন্ন সড়কে কাজ চলছে, সেগুলো হলে অনেক সমস্যাই কমে যাবে। এখন দুর্ঘটনার সংখ্যা কম, কিন্তু নিহতের সংখ্যা বেশি।

তিনি বলেন, অনেকে ইজিবাইক, নসিমন করিমনের সঙ্গে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। কিন্তু মানুষের জীবনটা আগে বাঁচাতে হবে।বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয় আর ইজি বাইকে যদি ১০ জন থাকে, তবে ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।