আলোর জগত ডেস্ক : মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ডিআইটিএফ- ২০১৯’র পর্দা নামছে আজ। মাসব্যাপী চলা ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছিলো গত ৯ জানুয়ারি। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও ব্যবসায়ীদের অনুরোধে একদিন বাড়িয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। আজ বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শেষ মুহূর্তে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে সব স্টল-প্যাভিলিয়নে ছিল বিশেষ মূল্যছাড়সহ নানা রকম অফারের ছড়াছড়ি। বিক্রেতাদের লক্ষ্যই ছিল-দাম কমিয়ে অধিক বিক্রি বাড়ানো। তেমনি ক্রেতারাও মেলাজুড়ে খুঁজে বেড়িয়েছেন কত কম দামে, কত বেশি পণ্য নিয়ে ঘরে ফিরবেন। এভাবেই দিনভর লক্ষাধিক ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে গতকাল তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলা প্রাঙ্গণে।
এদিকে মেলার শেষ সময়ে স্টল ও প্যাভিলিয়নগুলোতে নানা অফার আর মূল্যছাড়ের জোয়ার চলছে। বিক্রেতারা নেমেছেন প্রতিযোগিতায়। ক্রেতা টানতে হাঁকডাক দিয়ে পণ্য বিক্রি করছেন তারা। একটি কিনলে ১০ টি ফ্রি, অর্ধেক দাম, আখেরি অফার, মেগা অফার চলছে স্টলে স্টলে। মেলায় স্যুট, কোট-ব্লেজারের দাম ১ হাজারের নিচে নেমে এসেছে। ৬শ’, ৭শ’ কিংবা ৮শ’ টাকায় দর কষাকষি করে ব্লেজার কিনছেন তরুণরা।
উল্লেখ্য, এবার মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল রয়েছে ৪১২টি। বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।