আলোর জগত ডেস্ক : সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফরত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধে আসেন তিনি। পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসি প্রধানের। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ফিরে আসেন বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যান। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসি প্রধানের। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।