আলোর জগত ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
চারদিনের সফরে বুধবার রাতে ভারতের নয়াদিল্লি পৌঁছান ড. এ কে আব্দুল মোমেন। সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করবেন।
আগামীকাল শুক্রবার জেসিসি বৈঠকের আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্তে বৈঠক করবেন।