স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। আগামী শুক্রবার ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে তারা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে দাঁড়াতেই দেয়নি ঢাকা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ২০ বল হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। প্রথমে ব্যাট করে রবি বোপারার ৪৯ রানে ভর করে ১৪২ রানের মাঝারি সংগ্রহ পায় রংপুর রাইডার্স।
প্রথম ওভারের চতুর্থ বলে উপুল থারাঙ্গাকে (৪) হারালেও আরেক ওপেনার সুনিল নারিনকে নিয়ে ঢাকাকে পথে রাখেন রনি তালুকদার। দুজনে মিলে চার ওভারেই এনে দেন ৪১ রান।
নাজমুল ইসলাম অপুর করা চতুর্থ ওভারের শেষ বলে নারিন ১৪ রান করে ফিরলেও ততক্ষণে উইকেটে খুঁটি গেড়ে বসেছেন রনি। মাঝখানে অধিনায়ক সাকিবকে সঙ্গী করে ৩৪ রানের কার্যকরী জুটিতে ম্যাচটাকে রংপুরের হাত থেকে প্রায় বের করে নেন ডানহাতি এ ব্যাটসম্যান। অবশ্য এর মাঝেও ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল রংপুর। ২২ রানের মাঝে সাকিব (২৩), পোলার্ড (১৪) ও রনিকে (৩৫) ফিরিয়ে ম্যাচে ফেরে মাশরাফীর দল।
এরপর রংপুর খেলোয়াড়দের আর হাসতে দেননি নুরুল হাসান সোহান ও আন্দ্রে রাসেল জুটি। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি ১৬.৪ ওভারেই বের করে নেয় ম্যাচ। ৫০ রানের জুটিতে ১৯ বলে ৪০ রান করেছেন রাসেল। কোন চার মারেননি, যা বাউন্ডারি পেয়েছেন সবগুলোই ছয়। পাঁচ ছক্কার তিনটিই এসেছে নাজমুল ইসলাম অপুর করা ষোলোতম ওভারের টানা তিন বলে।