আলোর জগত ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য এবং দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে বিমানের আন্তর্জাতিক কয়েকটি রুটে ১ ফেব্রুয়ারি থেকে বিশেষ হ্রাসকৃত ভাড়ার অফার দিয়েছে। এই অফার আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিমানের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন রুটের ফ্লাইটগুলোতে এই ১৪ দিনের মধ্যে টিকেট কিনলে বিশেষ অফারের আওতাধীন হবে।
বিমানের সব কল সেন্টার, ট্রাভেল এজেন্ট এবং বিমানের নিজস্ব ওয়েবসাইট থেকে কেনা টিকেটে ছাড় দেওয়া দাম ধরা হবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) ভিজিট করতে বলা হয়েছে। অথবা কল সেন্টারে ৮৯০১৬০০ ফোন নম্বরে বা সরাসরি মোবাইলে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।