ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

প্লাস্টিকের চালের খবর ভিত্তিহীন: কৃষিমন্ত্রী

আলোর জগত ডেস্ক :   গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সেখানে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্লাস্টিকের চালের বিষয়ে যে অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই। আমি সেখানকার ডিসি, ডেপুটি ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাঁরা সেখানে গিয়েছেন, সেই চাল এনে রান্না করেছেন এবং মুড়ি বানিয়েছেন। কোনোক্রমে প্লাস্টিকের চাল বাস্তবসম্মত নয়।

মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে একমত হয়ে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতায় ব্যবসায়ীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটা বড় আধুনিক ল্যাবরেটরি করার ঘোষণা দিয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সেখানে খাদ্যে ভেজাল দ্রুত নির্ণয় করা যায়। এছাড়া আট বিভাগে আরও আটটি ল্যাব করা হবে। এসব ল্যাবরেটরিতে যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষত জনবল দরকার। সে জন্য মার্কিন রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

প্লাস্টিকের চালের খবর ভিত্তিহীন: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সেখানে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্লাস্টিকের চালের বিষয়ে যে অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই। আমি সেখানকার ডিসি, ডেপুটি ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাঁরা সেখানে গিয়েছেন, সেই চাল এনে রান্না করেছেন এবং মুড়ি বানিয়েছেন। কোনোক্রমে প্লাস্টিকের চাল বাস্তবসম্মত নয়।

মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে একমত হয়ে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতায় ব্যবসায়ীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটা বড় আধুনিক ল্যাবরেটরি করার ঘোষণা দিয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সেখানে খাদ্যে ভেজাল দ্রুত নির্ণয় করা যায়। এছাড়া আট বিভাগে আরও আটটি ল্যাব করা হবে। এসব ল্যাবরেটরিতে যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষত জনবল দরকার। সে জন্য মার্কিন রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।