ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি ইমন, সম্পাদক অনিক

আলোর জগত ডেস্ক :  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি পদে জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক পদে  মুক্তাদির অনিক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর ১টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ১২৩ জন ভোটারের মধ্যে ৭৫৯ জন ভোট দিয়েছেন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মামুন ফরাজিকে ৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন জাকির হোসেন ইমন। তিনি পেয়েছেন ২৬৮ ভোট। মামুন ফরাজি পেয়েছেন ২৫৯ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী পেয়েছেন ২০৪ ভোট।

অন্যদিকে ২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তাদির অনিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  নাসরীন গীতি পেয়েছেন ২৫৬ ভোট। অপর প্রার্থী আবুল হাসান হৃদয় পান ২০৪ ভোট।

এছাড়া ৩৫২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন  মো. বশির হোসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আনজুমান আরা শিল্পী পেয়েছেন ৩৪৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া ইয়াসমিন অনু পেয়েছেন ৩৪৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু কাওসার খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আফজাল হোসেন ২১১ ভোট ও অপর প্রার্থী আবদুর রহমান খান পেয়েছেন ১৪৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে শামসুল আলম সেতুকে (২৪৮) পরাজিত করেছেন মো. আনোয়ার সাদাত সবুজ (২৪৯)।

এ ছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাকিয়া সুলতানা (২৫১ ভোট), দফতর সম্পাদক পদে জামান সৈয়দী (২৬৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমিনুল রানা (২৬৫ ভোট), প্রশিক্ষণ ও গবেষণা পদে শামীম আহসান (৩৪৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. মান্নান মিয়া (৪৮৪ ভোট), শহীদ রানা (৪৫২ ভোট), নাসিমা আক্তার সোমা (৪১৮ ভোট), মাহমুদা আক্তার (৪০১ ভোট), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ (৩৯৫ ভোট), নজরুল ইসলাম বশীর (৩৯২ ভোট), লাবিন রহমান (৩৯১ ভোট), মো. মামুনুর রশীদ মামুন (৩৬৬ ভোট), কারনিনা খন্দকার (৩৬৫ ভোট), দীপক ভৌমিক (২৯৮ ভোট) ও মোহাম্মদ সানাউল্লাহ (২৯৬ ভোট)।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মির্জাগঞ্জের আরিফুল স্বাভাবিক জীবনে ফিরতে চান

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি ইমন, সম্পাদক অনিক

আপডেট টাইম : ০৪:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি পদে জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক পদে  মুক্তাদির অনিক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর ১টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ১২৩ জন ভোটারের মধ্যে ৭৫৯ জন ভোট দিয়েছেন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মামুন ফরাজিকে ৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন জাকির হোসেন ইমন। তিনি পেয়েছেন ২৬৮ ভোট। মামুন ফরাজি পেয়েছেন ২৫৯ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী পেয়েছেন ২০৪ ভোট।

অন্যদিকে ২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তাদির অনিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  নাসরীন গীতি পেয়েছেন ২৫৬ ভোট। অপর প্রার্থী আবুল হাসান হৃদয় পান ২০৪ ভোট।

এছাড়া ৩৫২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন  মো. বশির হোসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আনজুমান আরা শিল্পী পেয়েছেন ৩৪৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া ইয়াসমিন অনু পেয়েছেন ৩৪৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু কাওসার খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আফজাল হোসেন ২১১ ভোট ও অপর প্রার্থী আবদুর রহমান খান পেয়েছেন ১৪৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে শামসুল আলম সেতুকে (২৪৮) পরাজিত করেছেন মো. আনোয়ার সাদাত সবুজ (২৪৯)।

এ ছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাকিয়া সুলতানা (২৫১ ভোট), দফতর সম্পাদক পদে জামান সৈয়দী (২৬৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমিনুল রানা (২৬৫ ভোট), প্রশিক্ষণ ও গবেষণা পদে শামীম আহসান (৩৪৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. মান্নান মিয়া (৪৮৪ ভোট), শহীদ রানা (৪৫২ ভোট), নাসিমা আক্তার সোমা (৪১৮ ভোট), মাহমুদা আক্তার (৪০১ ভোট), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ (৩৯৫ ভোট), নজরুল ইসলাম বশীর (৩৯২ ভোট), লাবিন রহমান (৩৯১ ভোট), মো. মামুনুর রশীদ মামুন (৩৬৬ ভোট), কারনিনা খন্দকার (৩৬৫ ভোট), দীপক ভৌমিক (২৯৮ ভোট) ও মোহাম্মদ সানাউল্লাহ (২৯৬ ভোট)।