ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

প্রাথমিক অধিদফতরের নতুন মহাপরিচালক মনজুর কাদির

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :   প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ড. এ এফ এম মনজুর কাদির।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতিক্রমে মনজুর কাদিরকে মহাপরিচালক পদে মনোনীত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. কাদির সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিদ্যালয়) হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন।ডিপিই’র বিদায়ী মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যোগদান করেছেন।

জানা গেছে, মনজুর কাদিরের জন্মস্থান রংপুরে। রংপুর কারমাইমেল কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। পড়ালেখা শেষ করে ১৯৮৮ সালে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরিরত অবস্থায় তিনি ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পাবনায় জেলা প্রশাসক, রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, লোক প্রশাসনের অধিদফতরের পরিচালক, জাতীয় গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে ডিপিই’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

প্রাথমিক অধিদফতরের নতুন মহাপরিচালক মনজুর কাদির

আপডেট টাইম : ০৩:১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ড. এ এফ এম মনজুর কাদির।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতিক্রমে মনজুর কাদিরকে মহাপরিচালক পদে মনোনীত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. কাদির সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিদ্যালয়) হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন।ডিপিই’র বিদায়ী মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যোগদান করেছেন।

জানা গেছে, মনজুর কাদিরের জন্মস্থান রংপুরে। রংপুর কারমাইমেল কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। পড়ালেখা শেষ করে ১৯৮৮ সালে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরিরত অবস্থায় তিনি ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পাবনায় জেলা প্রশাসক, রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, লোক প্রশাসনের অধিদফতরের পরিচালক, জাতীয় গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে ডিপিই’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।