আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ নির্ধারণ করা হয়েছে। সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধান হুইপের দায়িত্ব পাওয়া লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।
এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ছয়জনকে হুইপ নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন—শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। আজ বুধবার একাদশ সংসদ অধিবেশন শুরুর আগে তিনি এ নিয়োগের অনুমোদন দিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার হুইপের দায়িত্ব পাওয়া ছয়জনের মধ্যে আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও গিনি দশম সংসদেও একই দায়িত্বে ছিলেন। বাকি তিনজন এ দায়িত্বে নতুন।