আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জহিরউদ্দিন স্বপন, আবদুস সালাম আজাদসহ নেতা-কর্মীরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে সারি বেঁধে দাঁড়ানো মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাদের কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।
এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাবের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে।
অন্যদিকে মাত্র ছয়টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।
একাদশ সংসদের এমপিদের নিয়ে বুধবার বিকাল ৩টায় বসছে প্রথম অধিবেশন। তবে বিএনপির বিজয়ী প্রার্থীরা এখনও শপথ নেননি। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও তারা সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।