দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ আসনের নৌকার মাঝি ও বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকাল ১০ থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর, বলরামপুর ইউনিয়নের গাজীপুর, কালাইগোবিন্দপুর,নাগেরচর ও উলুকান্দিতে নৌকায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আ.লীগের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার আরও বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সহধর্মিণী মোসামৎ ইয়াছমিন সবুর,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার,উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.রাজা মিয়া সওদাগর, সদস্য শেখ ফরিদ প্রধান,দাউদকান্দি উপজেলা আ.লীগের সহসভাপতি এম এম কেরামত আলী, তিতাস উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.ছাদেক পাঠান,
সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন,উপজেলা যুবলীগের
যুগ্ম-আহ্বায়ক নাজমূল হাসান কিরণ,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।