কুমিল্লা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। গত শুক্রবার রাতে সাংসদ বাহারের কুমিল্লা সদরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে সাংসদ আবু জাহের এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের নির্বাচনী এলাকা সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এমপি বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন- ৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কুমিল্লার সাংসদরা অগ্রণী ভূমিকা পালন করবেন। তিনি বলেন, কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। তাই কুমিল্লা র প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম ও উপজেলাকে আমরা সম্মিলিত ভাবে এগিয়ে নিয়ে যাবো। এমপি মুহাম্মদ আবু জাহের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশের মতো বুড়িচং ব্রাহ্মণপাড়া হবে অত্যাধুনিক ও স্মার্ট উপজেলা। সেই লক্ষ্যে সদরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ভাইসহ অন্যান্য সংসদ সদস্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইব কমিউনিকেশনের সিইও ও জাগ্রত মানবিকতা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছাইব বাপ্পি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাবেক সহসভাপতি নাজমুল হাসান শরীফ প্রমূখ।