ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

দুই ফেডারেশনের ‘সাময়িক’ সমঝোতা

আন্তর্জাতিক অঙ্গনে পদক আশা করলেও অনেক খেলারই নেই অনুশীলন সুবিধা। এমনই দু’টি ডিসিপ্লিন জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দো। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনিশিয়ামে অনুশীলনে জায়গা সংকট কেন্দ্র করে দুই ফেডারেশনের মধ্যে চলছিল অলিখিত ‘স্নায়ুযুদ্ধ’। ছয় দিন অচলাবস্থার পর আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের মধ্যস্থতায় সাময়িক সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আজ সকালের পর নিজেই জাতীয় ক্রীড়া পরিষদের জিমনিশিয়ামে যান। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল নিজেদের অবস্থান তুলে ধরেন। দুই পক্ষের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব বিজয় দিবসের আগে যে যেভাবে ছিল সেভাবে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং জাতীয় নির্বাচনের পর দুই সভাপতির সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের বৈঠকের পর পূর্ণাঙ্গ সমাধানের আশ্বাস দেন। দুই পক্ষ সাময়িক সমাধানে সন্তোষ প্রকাশ করে আগের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে। এতে গত কয়েক দিন ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান হয়।

শুক্রবার বিজয় দিবস তায়কোয়ান্দো আয়োজনের সময় জিমন্যাস্টিক্স ফেডারেশনের কিছু অংশ ব্যবহার করেছিল তায়কোয়ান্দো ফেডারেশন। টুর্নামেন্ট শেষে পরের দিন জায়গা ফিরিয়ে দেয়ার সময় বিপত্তি ঘটে দুই ফেডারেশনের মধ্যে। জিমন্যাস্টিক্সের জায়গা সংকুচিত হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্পত্তি গ্যালারী দিয়ে তায়কোয়ান্দোর চলাচল পথ রুদ্ধ ছিল। ছয় দিন অচলাবস্থার পর আজ তায়কোয়ান্দোর চলাচল পথ খোলার পাশাপাশি জিমন্যাস্টিক্সের জায়গাও প্রসারিত হচ্ছে খানিকটা।

জাতীয় ক্রীড়া পরিষদের অন্য কর্মকর্তারা রোববারই যার যার আগের অবস্থানে ফেরার নির্দেশনা দিয়েছিলেন। দুই পক্ষের কেউই সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি। বড় দিনের ছুটির পর সচিব একই কথা দুই ফেডারেশনকে ভিন্ন ভিন্নভাবে বলার পর আজ সশরীরে ভেন্যুতে এসে কার্যত সমঝোতা করলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

দুই ফেডারেশনের ‘সাময়িক’ সমঝোতা

আপডেট টাইম : ০৯:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক অঙ্গনে পদক আশা করলেও অনেক খেলারই নেই অনুশীলন সুবিধা। এমনই দু’টি ডিসিপ্লিন জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দো। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনিশিয়ামে অনুশীলনে জায়গা সংকট কেন্দ্র করে দুই ফেডারেশনের মধ্যে চলছিল অলিখিত ‘স্নায়ুযুদ্ধ’। ছয় দিন অচলাবস্থার পর আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের মধ্যস্থতায় সাময়িক সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আজ সকালের পর নিজেই জাতীয় ক্রীড়া পরিষদের জিমনিশিয়ামে যান। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল নিজেদের অবস্থান তুলে ধরেন। দুই পক্ষের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব বিজয় দিবসের আগে যে যেভাবে ছিল সেভাবে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং জাতীয় নির্বাচনের পর দুই সভাপতির সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের বৈঠকের পর পূর্ণাঙ্গ সমাধানের আশ্বাস দেন। দুই পক্ষ সাময়িক সমাধানে সন্তোষ প্রকাশ করে আগের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে। এতে গত কয়েক দিন ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান হয়।

শুক্রবার বিজয় দিবস তায়কোয়ান্দো আয়োজনের সময় জিমন্যাস্টিক্স ফেডারেশনের কিছু অংশ ব্যবহার করেছিল তায়কোয়ান্দো ফেডারেশন। টুর্নামেন্ট শেষে পরের দিন জায়গা ফিরিয়ে দেয়ার সময় বিপত্তি ঘটে দুই ফেডারেশনের মধ্যে। জিমন্যাস্টিক্সের জায়গা সংকুচিত হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্পত্তি গ্যালারী দিয়ে তায়কোয়ান্দোর চলাচল পথ রুদ্ধ ছিল। ছয় দিন অচলাবস্থার পর আজ তায়কোয়ান্দোর চলাচল পথ খোলার পাশাপাশি জিমন্যাস্টিক্সের জায়গাও প্রসারিত হচ্ছে খানিকটা।

জাতীয় ক্রীড়া পরিষদের অন্য কর্মকর্তারা রোববারই যার যার আগের অবস্থানে ফেরার নির্দেশনা দিয়েছিলেন। দুই পক্ষের কেউই সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি। বড় দিনের ছুটির পর সচিব একই কথা দুই ফেডারেশনকে ভিন্ন ভিন্নভাবে বলার পর আজ সশরীরে ভেন্যুতে এসে কার্যত সমঝোতা করলেন।