সর্বশেষ এক দশকে বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি ভারত। অথচ এই সময়ে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা মহাদেশীয় আসরগুলোতে দাপট দেখিয়েছে তারা। এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জাসপ্রিত বুমরাহর মতো তারকারা বিশ্ব ক্রিকেটেরই বড় নাম। অথচ তাদের নিয়ে গড়া দলটাই লম্বা সময় শিরোপা খরায় ভুগছে।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ভারত। ওই ম্যাচের ধারভাষ্য দেওয়ার সময় ভন ওয়াহকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি?’ জবাবে ওয়াহ হাসতে হাসতে বলেন, ‘আমি চাপে পড়ে গেলাম। এ প্রশ্ন আমাকে কেন করছেন? আপনার কী মনে হয়, কেন (ভারতের অর্জন কম)?’
ভারত লম্বা সময় ধরে বৈশ্বিক কোনো শিরোপা না জেতায় এবার তাদের ক্রিকেটারদের প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভন, ‘সাম্প্রতিক সময়ে ওরা কিছুই জেতেনি। ওদের নাকি এত প্রতিভা; এত দক্ষতা, অথচ সর্বশেষ কবে ওরা (বড়) কিছু জিতেছিল মনে করতে পারেন?’
‘ওরা অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুটি সিরিজ (২০১৮-১৯ ও ২০২০-২১ বোর্ডার-গাভাস্কার ট্রফি) জিতেছে। চমৎকার ব্যাপার। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে ওদের খুঁজে পাওয়া যায়নি। না ওয়ানডে বিশ্বকাপে, না টি-টোয়েন্টি বিশ্বকাপে। আমার তো মনে হয় ওদের অর্জন খুব কম।’-আরো যোগ করেন তিনি।