ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন সংকট সমাধানে মোদির পরামর্শ চান পুতিন

গত প্রায় দুই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

মস্কোতে ৫ দিনের সরকারি সফরে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সফরের অংশ হিসেবে মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে জয়শঙ্করকে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের অবসান করে রাজনৈতিক পন্থায় ও শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন ইস্যু সমাধান করতে মস্কো আগ্রহী এবং এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পরামর্শ এবং সহযোগিতা চাইছেন তিনি।

জয়শঙ্কারকে তিনি বলেছেন, ‘আমরা খুবই খুশি হবো, যদি আমাদের বন্ধু (ভারতের) প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে আসেন। (গত দু’বছরে) বেশ কয়েকবার তার (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার কথা হয়েছে এবং ইউক্রেনের পরিস্থিতি কেমন, বর্তমানে সেখানে কী চলছে— সে সম্পর্কে আমি তাকে বিস্তারিত জানিয়েছি।’

‘এবং আমি জানি যে, এই ইস্যুটি রাজনৈতিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করতে তার পক্ষে যতখানি করা সম্ভব— তা তিনি করতে চান। তিনি যদি মস্কো সফরে আসেন, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারব এবং আমার বিশ্বাস, সেই আলোচনা থেকে একটি উপায় বেরিয়ে আসবে।’

বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জয়শঙ্কর। সেই সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের সাম্প্রতিক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত তিনি। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের দুই শীর্ষ নেতার মধ্যে টেলিফোনে নিয়মিতই যোগাযোগ হয় এবং আগামী বছর প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। আমার বিশ্বাস, শিগগিরই সেই বৈঠক হবে।’

চলতি সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে সামরিক ও অর্থনৈতিক খাতে দুই দেশের অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে বুধবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়শঙ্কর।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে উপজেলা জামায়াতের কমিটি গঠন

ইউক্রেন সংকট সমাধানে মোদির পরামর্শ চান পুতিন

আপডেট টাইম : ০৯:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

গত প্রায় দুই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

মস্কোতে ৫ দিনের সরকারি সফরে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সফরের অংশ হিসেবে মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে জয়শঙ্করকে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের অবসান করে রাজনৈতিক পন্থায় ও শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন ইস্যু সমাধান করতে মস্কো আগ্রহী এবং এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পরামর্শ এবং সহযোগিতা চাইছেন তিনি।

জয়শঙ্কারকে তিনি বলেছেন, ‘আমরা খুবই খুশি হবো, যদি আমাদের বন্ধু (ভারতের) প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে আসেন। (গত দু’বছরে) বেশ কয়েকবার তার (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার কথা হয়েছে এবং ইউক্রেনের পরিস্থিতি কেমন, বর্তমানে সেখানে কী চলছে— সে সম্পর্কে আমি তাকে বিস্তারিত জানিয়েছি।’

‘এবং আমি জানি যে, এই ইস্যুটি রাজনৈতিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করতে তার পক্ষে যতখানি করা সম্ভব— তা তিনি করতে চান। তিনি যদি মস্কো সফরে আসেন, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারব এবং আমার বিশ্বাস, সেই আলোচনা থেকে একটি উপায় বেরিয়ে আসবে।’

বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জয়শঙ্কর। সেই সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের সাম্প্রতিক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত তিনি। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের দুই শীর্ষ নেতার মধ্যে টেলিফোনে নিয়মিতই যোগাযোগ হয় এবং আগামী বছর প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। আমার বিশ্বাস, শিগগিরই সেই বৈঠক হবে।’

চলতি সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে সামরিক ও অর্থনৈতিক খাতে দুই দেশের অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে বুধবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়শঙ্কর।