ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

প্রহসনের নির্বাচনে জড়িতরা জনতার আদালতে দেশদ্রোহী : এবি পার্টি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই নির্বাচন সব দিক দিয়ে অবৈধ ও সংবিধানের লঙ্ঘন। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় জড়িত তারা জনতার আদালতে দেশদ্রোহী। আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে ভোট চুরি করে গদি আঁকড়ে থাকার জন্য এই নির্বাচন আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিজয় নগর ও পল্টন এলাকায় নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথবক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেন ও শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমানসহ কেন্দ্র এবং মহানগর নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নৌকা বা নানা মার্কা সম্বল করে ডামি নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদের কাছে আপনারা পেঁয়াজের কেজি কেন আড়াইশ টাকা তা জিজ্ঞাসা করবেন। ১০ টাকা কেজি দরে চাল কোথায়? বিনামূল্যে সার কোথায়? সাগর-রুনি হত্যার বিচার কেন হয়নি— এসব বিষয়ে প্রশ্ন করবেন। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে কারা ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তা জানতে চান। এসব প্রশ্নের উত্তর ছাড়া কেউ ভোট দিতে যাবেন না।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

প্রহসনের নির্বাচনে জড়িতরা জনতার আদালতে দেশদ্রোহী : এবি পার্টি

আপডেট টাইম : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই নির্বাচন সব দিক দিয়ে অবৈধ ও সংবিধানের লঙ্ঘন। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় জড়িত তারা জনতার আদালতে দেশদ্রোহী। আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে ভোট চুরি করে গদি আঁকড়ে থাকার জন্য এই নির্বাচন আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিজয় নগর ও পল্টন এলাকায় নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথবক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেন ও শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমানসহ কেন্দ্র এবং মহানগর নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নৌকা বা নানা মার্কা সম্বল করে ডামি নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদের কাছে আপনারা পেঁয়াজের কেজি কেন আড়াইশ টাকা তা জিজ্ঞাসা করবেন। ১০ টাকা কেজি দরে চাল কোথায়? বিনামূল্যে সার কোথায়? সাগর-রুনি হত্যার বিচার কেন হয়নি— এসব বিষয়ে প্রশ্ন করবেন। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে কারা ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তা জানতে চান। এসব প্রশ্নের উত্তর ছাড়া কেউ ভোট দিতে যাবেন না।