দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থনে গণমিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের শতশত নেতাকর্মীরা।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর) বিকালে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিবের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়েছে।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের রাসেল স্কয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে একটি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ সভাপতি মোঃ কবির হোসেন, সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন,পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সায়েম বাবু, শ্রমিক লীগ নেতা মোঃ মিজান, মহিলা আওয়ামী লীগের নেত্রী তানিয়া সরকারসহ আরও অনেকে।