ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্প আগুনে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী এম এ লতিফের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশের অংশ পুড়ে গেছে। এছাড়াও ক্যাম্পে থাকা বিপুল পরিমাণ ত্রিপল, পোস্টার ও ব্যানার পুড়ে গেছে।

ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সুমনের সমর্থক তানভীর নেওয়াজ কাজল বলেন, আমাদের অভিযোগ সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে নেই। তবে কার নির্দেশে কারা এমন ঘটনা ঘটিয়েছে সেটি স্পষ্ট। আশা করি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের খুঁজে বের করবে।

এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি, মার দিলেও সহ্য করতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে। আমার কেটলি প্রতীকের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্যাম্প পুড়িয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম. আবদুল লতিফকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসন। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দর, কাস্টমস, একাধিক ইপিজেডসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই এলাকায় অবস্থিত। এখানে মোট প্রার্থী হয়েছেন ৭ জন। তবে আসনটিতে নৌকার লতিফ ও কেটলির সুমনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট টাইম : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্প আগুনে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী এম এ লতিফের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশের অংশ পুড়ে গেছে। এছাড়াও ক্যাম্পে থাকা বিপুল পরিমাণ ত্রিপল, পোস্টার ও ব্যানার পুড়ে গেছে।

ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সুমনের সমর্থক তানভীর নেওয়াজ কাজল বলেন, আমাদের অভিযোগ সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে নেই। তবে কার নির্দেশে কারা এমন ঘটনা ঘটিয়েছে সেটি স্পষ্ট। আশা করি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের খুঁজে বের করবে।

এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি, মার দিলেও সহ্য করতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে। আমার কেটলি প্রতীকের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্যাম্প পুড়িয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম. আবদুল লতিফকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসন। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দর, কাস্টমস, একাধিক ইপিজেডসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই এলাকায় অবস্থিত। এখানে মোট প্রার্থী হয়েছেন ৭ জন। তবে আসনটিতে নৌকার লতিফ ও কেটলির সুমনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলছে।