প্রিমিয়ার লিগের মতো ফেডারেশন কাপেও শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) কিংস ১-০ গোলে ফর্টিজ এফসিকে হারিয়েছে। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক গ্রুপের ম্যাচে রহমতগঞ্জ ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
গোপালগঞ্জে ম্যাচের ১১ মিনিটেই একমাত্র জয়সূচক গোলটি করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন। মধ্যমাঠ থেকে উড়িয়ে মারা বল তিনি বক্সের সামনেই পান। সেখানে ডরিয়েল্টনকে বাধা না দিয়ে খানিকটা পাশে সরে যান ফর্টিজের ডিফেন্ডার। গোলরক্ষক সামনে না এগিয়ে এসে উল্টো অবস্থান নেন পেছনে। এমন সহজ পরিস্থিতিতে গোল করতে ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান।
ফর্টিজ ম্যাচের শুরুতে এমন সন্দেহজনক ভুল করলেও বাকি সময় অবশ্য ভালো ফুটবলই খেলেছে। বসুন্ধরা কিংসকে বেশ কয়েকবার চেপেও ধরেছিল তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষের দিকে সমতা আনার নানা চেষ্টাই করেছে দলটি। তবে গোল করতে ব্যর্থ হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। লিগের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা তপু বর্মণও সুযোগ পেয়েছিলেন। আজ তিনি একাদশে ছিলেন না। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া আরেক ফুটবলার গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে আজ অস্কার ব্রুজন একাদশে সুযোগ দিয়েছেন। জিকো কোচের আস্থার প্রতিদান দিয়েছেন কোনো গোল হজম না করে। ‘সি’ গ্রুপে এক জয়ে বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দুই বার পিছিয়ে পড়েও সমতা নিয়ে ম্যাচ শেষ করেছে। ১৮ মিনিটে ম্যাচে লিড নেয় পুলিশ। ৪১ মিনিটে রহমতগঞ্জ কর্নার থেকে হেড করে সমতা আনে। ৬৭ মিনিটে আবার লিড নেয় পুলিশ। সেই লিড অবশ্য দশ মিনিটের বেশি সময় টেকেনি। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে পুনরায় সমতা আনে রহমতগঞ্জ। হেড কোচ ছাড়াই রহমতগঞ্জ লিগে আবাহনীকে রুখে দিয়েছিল, এবার ফেড কাপেও রুখল পুলিশকে। এই ড্রয়ে ‘এ’ গ্রুপে পুলিশ ও রহমতগঞ্জ উভয় দলের পয়েন্ট এক। গ্রুপের তৃতীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।