নির্বাচন উপলক্ষ্যে ‘নৌকা মার্কায় আসবে বিজয়’ এবং ‘হবেই হবে আবার হবে, জয় বাংলার জয়’— শিরোনামে আওয়ামী লীগের আরও দুটি গান প্রকাশিত হয়েছে। দলটির বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে এ দুটি গান প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির কার্যালয়ে গান দুটি প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক।
উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, এস এম আলমগীর, আব্দুল মালেক সাজু, আলামিন জসিম, মিজানুর রহমান রুবেল, উৎপল সাহা ও মাসুম শরীফ নিরব।
‘নৌকা মার্কায় আসবে বিজয়’— গানটির কথা লিখেছেন স্নিগ্ধা বেলা ও রাফিউজ্জামান রাফি। সুর করেছেন সুমন কল্যাণ। কণ্ঠ দিয়েছেন হোসাইন আরিফ ও বেলী আফরোজ।
‘হবেই হবে আবার হবে, জয় বাংলার জয়’— গানটি লিখেছেন ও সুর করেছেন সাইফুল ইসলাম মান্নু। কণ্ঠ দিয়েছেন প্রকাশ আর্টিস্ট। কম্পোজিশন করেছেন মারুফ চৌধুরী।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ গান দুটি তৈরি করা হয়। দ্বাদশ নির্বাচনের প্রচারে এ গানগুলো ব্যবহার করা হবে।