ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বক্সিং ডে টেস্টে ফিরছেন রাবাদা-এনগিদি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের পর আগামীকাল সেঞ্চুরিয়নে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে প্রথম টেস্টে অনিশ্চিত ছিলেন প্রোটিয়া দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। তবে দক্ষিণ আফ্রিকা কোচ শুকরি কনরাড নিশ্চিত করেছেন, গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা দু’জনই বক্সিং ডে’তে প্রথম টেস্ট খেলার জন্য ফিট আছেন।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের শেষভাগে ইনজুরিতে পড়েন রাবাদা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার কথা ছিল তার। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি তিনি। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এনগিদি।

প্রোটিয়া শিবিরে স্বস্তির খবর হচ্ছে, ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগমুর্হূতে সুস্থ হয়ে উঠেছেন রাবাদা ও এনগিদি। প্রথম টেস্টে খেলার জন্য তারা প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কনরাড। সম্প্রতি দলের সঙ্গে নেট অনুশীলনও সেরেছেন রাবাদা ও এনগিদি। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে কনরাড বলেন, ‘তারা দু’জনই এখানে আমাদের সাথে আছে। প্রথম টেস্টে নির্বাচনের জন্য তারা প্রস্তুত আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বদলি হিসেবে কাউকে দলে ডাকিনি এবং আশা করি, ম্যাচের দিন সকালে দল নির্বাচনের জন্য আমরা ১৫ জনের পূর্ণ স্কোয়াডটা পাবো।’ পিঠের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না দলের আরেক তারকা পেসার এনরিখ নর্কিয়ার।

আগামীকাল (মঙ্গলবার) ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এই সফরে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করলেও, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।

আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

বক্সিং ডে টেস্টে ফিরছেন রাবাদা-এনগিদি

আপডেট টাইম : ০৫:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের পর আগামীকাল সেঞ্চুরিয়নে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে প্রথম টেস্টে অনিশ্চিত ছিলেন প্রোটিয়া দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। তবে দক্ষিণ আফ্রিকা কোচ শুকরি কনরাড নিশ্চিত করেছেন, গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা দু’জনই বক্সিং ডে’তে প্রথম টেস্ট খেলার জন্য ফিট আছেন।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের শেষভাগে ইনজুরিতে পড়েন রাবাদা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার কথা ছিল তার। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি তিনি। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এনগিদি।

প্রোটিয়া শিবিরে স্বস্তির খবর হচ্ছে, ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগমুর্হূতে সুস্থ হয়ে উঠেছেন রাবাদা ও এনগিদি। প্রথম টেস্টে খেলার জন্য তারা প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কনরাড। সম্প্রতি দলের সঙ্গে নেট অনুশীলনও সেরেছেন রাবাদা ও এনগিদি। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে কনরাড বলেন, ‘তারা দু’জনই এখানে আমাদের সাথে আছে। প্রথম টেস্টে নির্বাচনের জন্য তারা প্রস্তুত আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বদলি হিসেবে কাউকে দলে ডাকিনি এবং আশা করি, ম্যাচের দিন সকালে দল নির্বাচনের জন্য আমরা ১৫ জনের পূর্ণ স্কোয়াডটা পাবো।’ পিঠের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না দলের আরেক তারকা পেসার এনরিখ নর্কিয়ার।

আগামীকাল (মঙ্গলবার) ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এই সফরে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করলেও, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।