ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

সিরিজ শুরুর আগেই হঠাৎ দল ছেড়ে ভারতে ফিরলেন কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরটাও দারুণ কাটছে ভারতের। ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারীরা। আগামী ২৬ ডিসেম্বর থেকে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। যেখানে খেলার কথা রয়েছে বিরাট কোহলির।

যদিও সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন তারকা এই ওপেনার। ভারতীয় গণমাধ্যম বলছে, পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন কোহলি। বোর্ডের অনুমতি নিয়েই তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। জরুরি ভিত্তিতে ভারতে ফিরে এসেছেন। কী কারণে তাকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন বিরাট। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ তিনি খেলবেন বলেই জানা গেছে।

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয়বার সন্তানসম্ভবা কোহলিপত্মী আনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। তবে তেমন কিছু দেখা যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এতদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। যদিও বিশ্বকাপ জিততে পারেনি ভারত। সেই আক্ষেপ রয়ে গেছে কোহলিরও। বিশ্বকাপের পর ভারত তিনটি সাদা বলের সিরিজ খেললেও কোহলি খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের সিরিজেই তাকে দেখা যাওয়ার কথা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মির্জাগঞ্জের আরিফুল স্বাভাবিক জীবনে ফিরতে চান

সিরিজ শুরুর আগেই হঠাৎ দল ছেড়ে ভারতে ফিরলেন কোহলি

আপডেট টাইম : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরটাও দারুণ কাটছে ভারতের। ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারীরা। আগামী ২৬ ডিসেম্বর থেকে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। যেখানে খেলার কথা রয়েছে বিরাট কোহলির।

যদিও সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন তারকা এই ওপেনার। ভারতীয় গণমাধ্যম বলছে, পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন কোহলি। বোর্ডের অনুমতি নিয়েই তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। জরুরি ভিত্তিতে ভারতে ফিরে এসেছেন। কী কারণে তাকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন বিরাট। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ তিনি খেলবেন বলেই জানা গেছে।

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয়বার সন্তানসম্ভবা কোহলিপত্মী আনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। তবে তেমন কিছু দেখা যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এতদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। যদিও বিশ্বকাপ জিততে পারেনি ভারত। সেই আক্ষেপ রয়ে গেছে কোহলিরও। বিশ্বকাপের পর ভারত তিনটি সাদা বলের সিরিজ খেললেও কোহলি খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের সিরিজেই তাকে দেখা যাওয়ার কথা।