ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে : ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির আন্দোলন ভুয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া। ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর বসুরহাট বাজারে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের সমাবেশে বিএনপি বলেছিল, শেখ হাসিনা পালিয়ে যাবে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না। কিন্তু আজ ডিসেম্বরের ২২ তারিখ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। বিএনপির ৩২ দফার আন্দোলন ভুয়া, তাদের ৫৪ দল ভুয়া, ২৮ তারিখের সমাবেশ থেকে বিএনপি পালিয়ে গেছে। বিএনপিকে অলিগলিতেও খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, বিএনপি এখন পালিয়ে বেড়াচ্ছে, কোথায় এখন বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা। বিএনপির অবরোধ ভুয়া, হরতাল ভুয়া, তাদের ডাকা ধর্মঘটেও কিছু হয়নি রাস্তাঘাট জ্যাম আছে। বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযোগ্য চালাচ্ছে। বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া। ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৬ জন নির্বাচনে অংশ নিচ্ছে। ৭ জানুয়ারি ভোট, সুতরাং বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, বাংলাদেশের নির্বাচনকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা স্টেজে বসা ছিলেন তখনই পুলিশের ওপর হামলা, ৩৪ জন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে; এটা কি ফৌজদারি অপরাধ নয়? জেলে যাবেন না তো কোথায় যাবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে এরা সব ফৌজদারি অপরাধী। ফৌজদারি অপরাধ করার জন্য তাদের বিচার হতেই হবে। জেলের ভাত খেতেই হবে তাদের এবং জেলে যেতেই হবে।

মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বলে নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু বাধা দিচ্ছে তো বিএনপি। তারা নির্বাচন বন্ধ করতে চায়, নির্বাচন ভণ্ডুল করতে চায়। তারা পেট্রোল বোমা মেরে গাড়ি পোড়াচ্ছে, পুলিশ পিটিয়ে হত্যা করছে। তাদের ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছে না?

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কাউকে হুমকি দেবেন না, কারো সঙ্গে ক্ষমতার দাপট দেখাবেন না।

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এখন ষড়যন্ত্র করছে কেউ যেন ট্যাক্স না দেয়, বিদ্যুৎ বিল না দেয়। সরকারের ট্যাক্স দেবে না এ কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রতি, বাংলাদেশের জনগণই অসহযোগিতার ডাক দেবে।

বিএনপির উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যদি সাহস থাকে তাহলে আসুন বাংলার রাজপথে। টেম্পস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলে লাভ নেই। ২০০৭ সালে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ট্যাক্স ফাঁকির জন্য। তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। অপরাধের জন্য হাইকোর্ট তাকে সাজা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, ধর্ম নিয়ে অপপ্রচার করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধ। আর সেই বঙ্গবন্ধুর কন্যা ৫৭০টি মডেল মসজিদ তৈরি করছেন সারা বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

বিএনপির আন্দোলন ভুয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া। ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর বসুরহাট বাজারে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের সমাবেশে বিএনপি বলেছিল, শেখ হাসিনা পালিয়ে যাবে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না। কিন্তু আজ ডিসেম্বরের ২২ তারিখ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। বিএনপির ৩২ দফার আন্দোলন ভুয়া, তাদের ৫৪ দল ভুয়া, ২৮ তারিখের সমাবেশ থেকে বিএনপি পালিয়ে গেছে। বিএনপিকে অলিগলিতেও খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, বিএনপি এখন পালিয়ে বেড়াচ্ছে, কোথায় এখন বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা। বিএনপির অবরোধ ভুয়া, হরতাল ভুয়া, তাদের ডাকা ধর্মঘটেও কিছু হয়নি রাস্তাঘাট জ্যাম আছে। বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযোগ্য চালাচ্ছে। বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া। ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৬ জন নির্বাচনে অংশ নিচ্ছে। ৭ জানুয়ারি ভোট, সুতরাং বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, বাংলাদেশের নির্বাচনকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা স্টেজে বসা ছিলেন তখনই পুলিশের ওপর হামলা, ৩৪ জন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে; এটা কি ফৌজদারি অপরাধ নয়? জেলে যাবেন না তো কোথায় যাবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে এরা সব ফৌজদারি অপরাধী। ফৌজদারি অপরাধ করার জন্য তাদের বিচার হতেই হবে। জেলের ভাত খেতেই হবে তাদের এবং জেলে যেতেই হবে।

মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বলে নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু বাধা দিচ্ছে তো বিএনপি। তারা নির্বাচন বন্ধ করতে চায়, নির্বাচন ভণ্ডুল করতে চায়। তারা পেট্রোল বোমা মেরে গাড়ি পোড়াচ্ছে, পুলিশ পিটিয়ে হত্যা করছে। তাদের ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছে না?

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কাউকে হুমকি দেবেন না, কারো সঙ্গে ক্ষমতার দাপট দেখাবেন না।

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এখন ষড়যন্ত্র করছে কেউ যেন ট্যাক্স না দেয়, বিদ্যুৎ বিল না দেয়। সরকারের ট্যাক্স দেবে না এ কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রতি, বাংলাদেশের জনগণই অসহযোগিতার ডাক দেবে।

বিএনপির উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যদি সাহস থাকে তাহলে আসুন বাংলার রাজপথে। টেম্পস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলে লাভ নেই। ২০০৭ সালে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ট্যাক্স ফাঁকির জন্য। তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। অপরাধের জন্য হাইকোর্ট তাকে সাজা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, ধর্ম নিয়ে অপপ্রচার করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধ। আর সেই বঙ্গবন্ধুর কন্যা ৫৭০টি মডেল মসজিদ তৈরি করছেন সারা বাংলাদেশ।