ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

সততা-নিষ্ঠার সঙ্গে মন্ত্রীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য আছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। মনে রাখতে হবে, আমরা জনগণের জন্য কাজ করি।

তিনি বলেন, পূর্বে যে মন্ত্রিসভা ছিল এবং আমরা যে কাজগুলো করতে পেরেছি সেই কাজের অনেকগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাজ করতে হবে।  মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় ৪৭ সদস্যের মন্ত্রিসভা, যার প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।

এর আগে সকাল ১০টায় নতুন মন্ত্রিসভা সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসেন শেখ হাসিনা। এতে উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

বৈঠকের পর সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বৈঠকের এজেন্ডা ও মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো জানাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মির্জাগঞ্জের আরিফুল স্বাভাবিক জীবনে ফিরতে চান

সততা-নিষ্ঠার সঙ্গে মন্ত্রীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য আছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। মনে রাখতে হবে, আমরা জনগণের জন্য কাজ করি।

তিনি বলেন, পূর্বে যে মন্ত্রিসভা ছিল এবং আমরা যে কাজগুলো করতে পেরেছি সেই কাজের অনেকগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাজ করতে হবে।  মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় ৪৭ সদস্যের মন্ত্রিসভা, যার প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।

এর আগে সকাল ১০টায় নতুন মন্ত্রিসভা সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসেন শেখ হাসিনা। এতে উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

বৈঠকের পর সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বৈঠকের এজেন্ডা ও মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো জানাবেন।