আলোর জগত ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান। তার ছেলে সামির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামির বলেন, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়। রাতে হার্ট অ্যাটাকে বাসায় মৃত্যু হয় তার। পরে তাকে চেকাপের জন্য মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুল গত প্রায় এক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।
তিনি ১৯৫৭ সালের ১ জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার হিসেবে পরিচিত ছিলেন তিনি।
বাংলাদেশের কয়েকশ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এসব গান দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক সময় তার সুর করা গানগুলো ছিল শ্রোতা-দর্শকদের মুখে-মুখে।
তার লেখা এবং সুর করা বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, অ্যান্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, সামিনা চৌধুরী, কনক চাঁপা ও আগুনের মত জনপ্রিয় ও নামী শিল্পীরা।
বাংলাদেশে সংগীতাঙ্গনে অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কার পেয়েছেন।