আলোর জগত ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসার জন্য বিদেশে থাকাকালে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধী দলের নেতা। আর জিএম কাদের বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করবেন।