ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিতর্কিত সালমান বাটকে পাকিস্তানের নির্বাচক পদে নিয়োগ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

টিম ম্যানেজমেন্টকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এবার চমকে দেওয়া এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দল যখন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে উড়াল দিয়েছে, তখন সাবেক বিতর্কিত অধিনায়ক সালমান বাটকে বোর্ডের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে। কেবল তিনিই নন, সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল এবং রাও ইফতেখার আনজুমও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের অধীনে নিয়োগ পেয়েছেন।

তাদের মূল দায়িত্ব শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে। ১২ জানুয়ারি তাদের নির্বাচক প্যানেলের ভূমিকা শুরুর আগে বাবর আজমরা অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ শেষ করবে। তবে আগেই সালমান ও আকমলদের নিয়োগ হয়ে যাওয়ায় মাঝের সময়টা তারা ব্যস্ত থাকবেন জুনিয়র দলগুলোর স্কিল ক্যাম্পের সঙ্গে, যদিও এটি তাদের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত কাজ।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিসিবি নিশ্চিত করছে যে ওয়াব রিয়াজের অধীনে কামরান আকমল, রাও ইফতেখার ও সালমান বাটকে কনসালটেন্ট মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পর থেকেই তারা নির্বাচক প্যানেলের হয়ে কাজ শুরু করবেন। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে থেকে।’

এর আগে নভেম্বরে পিসিবি ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ধারাভাষ্যের জন্য সালমান বাটকে নিযুক্ত করেছিল। যার অংশ হিসেবে তিনি এতদিন দেশটির চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কর্মরত ছিলেন। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তৎকালীন অধিনায়ক বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। নিষিদ্ধের মেয়াদ শেষে বাট ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটেও ফিরেছিলেন, তবে তার আর জাতীয় দলে খেলা হয়নি।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বিতর্কিত সালমান বাটকে পাকিস্তানের নির্বাচক পদে নিয়োগ

আপডেট টাইম : ০৫:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

টিম ম্যানেজমেন্টকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এবার চমকে দেওয়া এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দল যখন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে উড়াল দিয়েছে, তখন সাবেক বিতর্কিত অধিনায়ক সালমান বাটকে বোর্ডের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে। কেবল তিনিই নন, সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল এবং রাও ইফতেখার আনজুমও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের অধীনে নিয়োগ পেয়েছেন।

তাদের মূল দায়িত্ব শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে। ১২ জানুয়ারি তাদের নির্বাচক প্যানেলের ভূমিকা শুরুর আগে বাবর আজমরা অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ শেষ করবে। তবে আগেই সালমান ও আকমলদের নিয়োগ হয়ে যাওয়ায় মাঝের সময়টা তারা ব্যস্ত থাকবেন জুনিয়র দলগুলোর স্কিল ক্যাম্পের সঙ্গে, যদিও এটি তাদের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত কাজ।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিসিবি নিশ্চিত করছে যে ওয়াব রিয়াজের অধীনে কামরান আকমল, রাও ইফতেখার ও সালমান বাটকে কনসালটেন্ট মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পর থেকেই তারা নির্বাচক প্যানেলের হয়ে কাজ শুরু করবেন। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে থেকে।’

এর আগে নভেম্বরে পিসিবি ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ধারাভাষ্যের জন্য সালমান বাটকে নিযুক্ত করেছিল। যার অংশ হিসেবে তিনি এতদিন দেশটির চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কর্মরত ছিলেন। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তৎকালীন অধিনায়ক বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। নিষিদ্ধের মেয়াদ শেষে বাট ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটেও ফিরেছিলেন, তবে তার আর জাতীয় দলে খেলা হয়নি।