আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র বক্তব্যকে অসৌজন্যমূলক দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাদের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছি। গতকাল বুধবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে সব বাধা কেটে যাওয়ায় শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সিইসি বলেন, নির্বাচনের দিন যে তথ্য-উপাত্ত পেয়েছি তাতে কোনো ধরনের অভিযোগ পাইনি। কোথাও কেউ অভিযোগ করেনি এবং সংবাদমাধ্যমেও এমন কিছু আসেনি। টিআইবি যে কথা বলেছে সেটা অসৌজন্যমূলক এবং লজ্জাজনক। তাদের এমন কথা বলা ঠিক হয়নি।