ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

বেহাল সড়ক, সড়কের ভাংতিতে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা

কুড়িগ্রাম চিলমারী (কে সি)রোডের শীববাড়ী এলাকার আমীন বাড়ী সংলগ্ন দক্ষিণ পুকুর পাড় ভাংতিটি এবং উলিপুর -রাজার হাট (ইউ-আর)রোডের বাকরের হাট মতিয়ার মাষ্টারের পুকুর ঘাট রাস্তা সংলগ্ন বৃহৎ ফাটলটি যে কোন মুহুর্তে যাত্রী যানবাহননের জন্য বড় সমস্যা বলে দেখা দিয়েছে । মুহুর্তে অঘটন ঘটতে পারে বলে এলাকার জনসাধারণ, ছাত্র-ছাত্রী শিক্ষক যাত্রিরা জানিয়েছে।

এঘটনায় কুড়িগ্রাম সড়ক বিভাগ কোনো সিদ্ধান্ত নেননি বলে ও এলাকার অনেকে মত ব্যাক্ত করেন। কে সি রোড সংস্কারে এসে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি দেখভাল করেন। বর্তমানে ভাংতিটি বৃহৎ আকার ধারণ করেছে।

স্থানীয় লোকজনসহ শিক্ষক -ছাত্র-পথচারিরা এবং যানবাহনের যাত্রিরা সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি বারবার আকর্ষণ করলেও এখনও কোনো প্রতিকার পায়নি ভাংতি এলাকার জনসাধারণ।

এলাকার জনসাধারণ আলোর জগতকে বলেন, আমাদের ওয়র্ডের এই ইউ আর রোডটি উলিপুর -রাজার হাটের বাকরের হাট মতিয়ার বাড়ী এলাকার ভাংতিটির কোন সমাধান হয়নি। আমরা বিপদে আছি।

ওয়ার্ড কমিশনার লিটন ও অপর কমিশনার ফারুক হোসেন বলেন দ্রুত ভাংতি টির সমাধান হবে বলে জানিয়েছেন। পৌর মেয়র উলিপুরের আলহাজ্ব মোঃ মামুন সরকার মিঠু তিনি বলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধান করার চেষ্টা করব বলে তিনি জানান ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বেহাল সড়ক, সড়কের ভাংতিতে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা

আপডেট টাইম : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

কুড়িগ্রাম চিলমারী (কে সি)রোডের শীববাড়ী এলাকার আমীন বাড়ী সংলগ্ন দক্ষিণ পুকুর পাড় ভাংতিটি এবং উলিপুর -রাজার হাট (ইউ-আর)রোডের বাকরের হাট মতিয়ার মাষ্টারের পুকুর ঘাট রাস্তা সংলগ্ন বৃহৎ ফাটলটি যে কোন মুহুর্তে যাত্রী যানবাহননের জন্য বড় সমস্যা বলে দেখা দিয়েছে । মুহুর্তে অঘটন ঘটতে পারে বলে এলাকার জনসাধারণ, ছাত্র-ছাত্রী শিক্ষক যাত্রিরা জানিয়েছে।

এঘটনায় কুড়িগ্রাম সড়ক বিভাগ কোনো সিদ্ধান্ত নেননি বলে ও এলাকার অনেকে মত ব্যাক্ত করেন। কে সি রোড সংস্কারে এসে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি দেখভাল করেন। বর্তমানে ভাংতিটি বৃহৎ আকার ধারণ করেছে।

স্থানীয় লোকজনসহ শিক্ষক -ছাত্র-পথচারিরা এবং যানবাহনের যাত্রিরা সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি বারবার আকর্ষণ করলেও এখনও কোনো প্রতিকার পায়নি ভাংতি এলাকার জনসাধারণ।

এলাকার জনসাধারণ আলোর জগতকে বলেন, আমাদের ওয়র্ডের এই ইউ আর রোডটি উলিপুর -রাজার হাটের বাকরের হাট মতিয়ার বাড়ী এলাকার ভাংতিটির কোন সমাধান হয়নি। আমরা বিপদে আছি।

ওয়ার্ড কমিশনার লিটন ও অপর কমিশনার ফারুক হোসেন বলেন দ্রুত ভাংতি টির সমাধান হবে বলে জানিয়েছেন। পৌর মেয়র উলিপুরের আলহাজ্ব মোঃ মামুন সরকার মিঠু তিনি বলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধান করার চেষ্টা করব বলে তিনি জানান ।