কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। কারাগারে যাওয়ার পর তার সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করল পরিবার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আলোর জগতকে বলেন, শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি ভালো আছেন।