ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

যুবদল কর্মী হত্যা মামলার সব আসামি খালাস

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

বাগেরহাটের যুবদল কর্মী আব্দুর রাজ্জাক সরদার হত্যা মামলার ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- খাদেম নিয়ামুল নাসির, মেহেদী হাসান তুফান, ইস্রাফিল, উৎপল, মাহাবুবুর রহমান টুটুল, মনিরুল ইসলাম, নিয়ামুল কবীর বিলু ও মান্না। এর মধ্যে রায় ঘোষণার সময় খাদেম নিয়ামুল নাসির, মেহেদী হাসান তুফান, ইস্রাফিল ও উৎপল পলাতক ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এম ইলিয়াস খান জানান, বাগেরহাটের পৌর নির্বাচনকে কেন্দ্র করে ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর রাতে যুবদল কর্মী আব্দুর রাজ্জাক সরদারকে বাগেরহাট শহরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত রাজ্জাকের বাবা আব্দুর রশিদ সরদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা তখন বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরে ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা ডিবির এসআই ফজলুল কবীর ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

তিনি আরও জানান, বিচার চলাকালে আসামিরা বাগেরহাট আদালতে সঠিক বিচার পাবে না উল্লেখ করে হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে খুলনার আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে আসামি তানু ভূঁইয়া নিহত হন। বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দিয়ে আজ রায় দিয়েছেন আদালত।
এপিপি এম ইলিয়াস খান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

 

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

যুবদল কর্মী হত্যা মামলার সব আসামি খালাস

আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বাগেরহাটের যুবদল কর্মী আব্দুর রাজ্জাক সরদার হত্যা মামলার ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- খাদেম নিয়ামুল নাসির, মেহেদী হাসান তুফান, ইস্রাফিল, উৎপল, মাহাবুবুর রহমান টুটুল, মনিরুল ইসলাম, নিয়ামুল কবীর বিলু ও মান্না। এর মধ্যে রায় ঘোষণার সময় খাদেম নিয়ামুল নাসির, মেহেদী হাসান তুফান, ইস্রাফিল ও উৎপল পলাতক ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এম ইলিয়াস খান জানান, বাগেরহাটের পৌর নির্বাচনকে কেন্দ্র করে ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর রাতে যুবদল কর্মী আব্দুর রাজ্জাক সরদারকে বাগেরহাট শহরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত রাজ্জাকের বাবা আব্দুর রশিদ সরদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা তখন বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরে ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা ডিবির এসআই ফজলুল কবীর ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

তিনি আরও জানান, বিচার চলাকালে আসামিরা বাগেরহাট আদালতে সঠিক বিচার পাবে না উল্লেখ করে হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে খুলনার আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে আসামি তানু ভূঁইয়া নিহত হন। বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দিয়ে আজ রায় দিয়েছেন আদালত।
এপিপি এম ইলিয়াস খান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।