বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এবারের আসরে ফর্মে থাকা দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পুনের রানপ্রসবা উইকেটে এদিন আগে টস জিতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
এবারের আসরে এখন পর্যন্ত আগে ব্যাট করা সব ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই পরে ব্যাট করতে হয়েছে তাদের। সেখানেই এসেছে হার। তবুও পুনের এই ব্যাটিং উইকেটে আগে প্রোটিয়াদেরই ব্যাট করতে পাঠালেন কিউই অধিনায়ক।
দুই দলেই এসেছে এক পরিবর্তন। লোকি ফার্গুসনের পরিবর্তে এসেছেন টিম সাউদি। আর দক্ষিণ আফ্রিকার দলে এসেছেন রাবাদা। বাদ পড়েছেন তাবরাইজ শামসি।