ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের হতাশ সমর্থকদের বার্তা পাঠালেন হার্শা ও পাঠান

  • স্পোর্টস ডেস্ক:
  • আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

বিশ্বকাপে বাংলাদেশের একের পর এক হার দেখে চরম হতাশ সমর্থকরা। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আশাভঙ্গ সমর্থকদের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টাইগারদের ব্যর্থ ব্যাটিং প্রদর্শনী দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই কলকাতার ইডেন গার্ডেন ছেড়ে যান তারা। ম্যাচ শেষে তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে আসছেন হার্শা ভোগলে। বিভিন্ন সময়ে তাকে টাইগার ক্রিকেট নিয়ে মন্তব্য করতে দেখা যায়। বিশ্বকাপে তাদের শোচনীয় অবস্থানের পরও তিনি সরব হয়েছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের পর বাংলাদেশের আর কোনো বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়েছে কিনা— তা নিয়ে সন্দীহান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে করা এক পোস্টে প্রশ্ন রেখেছেন হার্শা, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে। বাংলাদেশি সমর্থকরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’

তিক্ত হলেও সত্যি বাংলাদেশ ওই ব্যাচের আসলেই বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি। তাদের বাইরে মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টাইগার ক্রিকেটে গড়ে ওঠে পঞ্চপান্ডব। যাদের ছাড়া টাইগার ক্রিকেটের বেহাল দশা নিয়ে কম আলোচনা হয়নি। আরও একবার সেই প্রসঙ্গ তুলে আনলেন হার্শা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিভা থাকলেও, তাদের বিশ্বমানের বলতে নারাজ এই ক্রিকেট বিশ্লেষক।

আরেকটি টুইট বার্তায় ইরফান পাঠান সমর্থকদের আরও ভালো কিছু প্রাপ্য বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মাঠে এবং বাইরে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নতুন করে সাজাতে হবে। তাদের এমন কিছু অনুরাগী সমর্থক আছে, যারা আরও ভালো কিছুরই প্রাপ্য।’

ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৩০ রানের লক্ষ্য দাঁড় করায়। বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ দেখানো টাইগাররা ব্যাটিং লাইনআপ ধসে পড়তে সময় লাগেনি। ধারাবাহিক ব্যর্থতায় মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে তারা টেস্ট স্বীকৃতি না পাওয়া ডাচদের কাছেও ৮৭ রানে হারের তিক্ত স্বাদ পায়। যা চলতি বিশ্বকাপের ছয় ম্যাচে টানা পঞ্চম হার।

আপলোডকারীর তথ্য

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন না মঞ্জুর

বাংলাদেশের হতাশ সমর্থকদের বার্তা পাঠালেন হার্শা ও পাঠান

আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের একের পর এক হার দেখে চরম হতাশ সমর্থকরা। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আশাভঙ্গ সমর্থকদের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টাইগারদের ব্যর্থ ব্যাটিং প্রদর্শনী দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই কলকাতার ইডেন গার্ডেন ছেড়ে যান তারা। ম্যাচ শেষে তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে আসছেন হার্শা ভোগলে। বিভিন্ন সময়ে তাকে টাইগার ক্রিকেট নিয়ে মন্তব্য করতে দেখা যায়। বিশ্বকাপে তাদের শোচনীয় অবস্থানের পরও তিনি সরব হয়েছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের পর বাংলাদেশের আর কোনো বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়েছে কিনা— তা নিয়ে সন্দীহান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে করা এক পোস্টে প্রশ্ন রেখেছেন হার্শা, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে। বাংলাদেশি সমর্থকরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’

তিক্ত হলেও সত্যি বাংলাদেশ ওই ব্যাচের আসলেই বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি। তাদের বাইরে মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টাইগার ক্রিকেটে গড়ে ওঠে পঞ্চপান্ডব। যাদের ছাড়া টাইগার ক্রিকেটের বেহাল দশা নিয়ে কম আলোচনা হয়নি। আরও একবার সেই প্রসঙ্গ তুলে আনলেন হার্শা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিভা থাকলেও, তাদের বিশ্বমানের বলতে নারাজ এই ক্রিকেট বিশ্লেষক।

আরেকটি টুইট বার্তায় ইরফান পাঠান সমর্থকদের আরও ভালো কিছু প্রাপ্য বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মাঠে এবং বাইরে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নতুন করে সাজাতে হবে। তাদের এমন কিছু অনুরাগী সমর্থক আছে, যারা আরও ভালো কিছুরই প্রাপ্য।’

ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৩০ রানের লক্ষ্য দাঁড় করায়। বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ দেখানো টাইগাররা ব্যাটিং লাইনআপ ধসে পড়তে সময় লাগেনি। ধারাবাহিক ব্যর্থতায় মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে তারা টেস্ট স্বীকৃতি না পাওয়া ডাচদের কাছেও ৮৭ রানে হারের তিক্ত স্বাদ পায়। যা চলতি বিশ্বকাপের ছয় ম্যাচে টানা পঞ্চম হার।