আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ১৭টি আসনে একাধিক প্রার্থীকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দেয়া হয়েছিল, সেগুলো থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বৈত প্রার্থীদের মধ্যে মনোনয়ন প্রাপ্তরা হলেন, (রংপুর-৬) শিরীন শারমিন চৌধুরী, (নওগাঁ- ৫) নিজাম উদ্দিন জলিল (জন), (নাটোর-১) মোহাম্মদ শহিদুল ইসলাম (বকুল), (নড়াইল-১) টি এম কবিরুল হক, (বরগুনা-১) দেবনাথ শম্ভু, (টাঙ্গাইল-২) তানভীর হাসান (ছোট মনির) (জামালপুর-১) আবুল কালাম আজাদ, (জামালপুর-৫) মোঃ মোজাফফর হোসেন, (কিশোরগঞ্জ-১) সৈয়দ আশরাফুল ইসলাম, (ঢাকা-৫) হাবিবুর রহমান মোল্লা, (ঢাকা-৭) হাজী সেলিম, (ঢাকা-১৭) আকবর হোসেন পাঠান ফারুক, (চাঁদপুর-১) ড.মহীউদ্দীন খান আলমগীর , (চাঁদপুর-২) মোহাম্মদ নুরুল আমিন, (চাঁদপুর-৪) মোহাম্মদ শফিকুর রহমান, (লক্ষ্মীপুর-৩) একে এম শাহজাহান কামাল ও (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ।