ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

দুই হাজার লিটার মদসহ দুই কারবারি আটক

আতাউর শাহ্, নওগাঁ

নওগাঁর ধামইরহাটে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার আবাদপুর গ্রামের আটককৃতদের বাড়ি থেকে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, ধামইরহাটের আবাদপুর গ্রামের সুরেশ সিং এর ছেলে পলাশ সিং (২০) এবং  বিজেন সিং এর ছেলে  বিজেট সিং (৪০)।

 

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন থেকে আবাদপুর গ্রামে নিজ নিজ বাড়িতে পলাশ সিং এবং বিজেট সিং গোপনে চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। বৃহস্পতিবার জানা যায় তাদের বাড়িতে উৎপাদন করে বিপুল পরিমাণ মদ মজুদ করেছেন।

 

এমন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাত ১০টার দিকে সহকারি পুলিশ সুপার ইমদাদ হোসেনকে সাথে নিয়ে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ বাড়িতে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং এবং বিজেট সিংকে আটক করা হয়।

 

পুলিশ সুপার রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা অবৈধভাবে নিজ বসত বাড়ীতে চোলাই মদ উৎপাদন করে সংরক্ষণের পর নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন।

 

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার উদ্দিন ফারুকী জানান, মামলায় আটকৃত পলাশ সিং এবং বিজেট সিংকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

দুই হাজার লিটার মদসহ দুই কারবারি আটক

আপডেট টাইম : ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আতাউর শাহ্, নওগাঁ

নওগাঁর ধামইরহাটে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার আবাদপুর গ্রামের আটককৃতদের বাড়ি থেকে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, ধামইরহাটের আবাদপুর গ্রামের সুরেশ সিং এর ছেলে পলাশ সিং (২০) এবং  বিজেন সিং এর ছেলে  বিজেট সিং (৪০)।

 

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন থেকে আবাদপুর গ্রামে নিজ নিজ বাড়িতে পলাশ সিং এবং বিজেট সিং গোপনে চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। বৃহস্পতিবার জানা যায় তাদের বাড়িতে উৎপাদন করে বিপুল পরিমাণ মদ মজুদ করেছেন।

 

এমন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাত ১০টার দিকে সহকারি পুলিশ সুপার ইমদাদ হোসেনকে সাথে নিয়ে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ বাড়িতে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং এবং বিজেট সিংকে আটক করা হয়।

 

পুলিশ সুপার রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা অবৈধভাবে নিজ বসত বাড়ীতে চোলাই মদ উৎপাদন করে সংরক্ষণের পর নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন।

 

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার উদ্দিন ফারুকী জানান, মামলায় আটকৃত পলাশ সিং এবং বিজেট সিংকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।