ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
আজ রোববার রাজশাহীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হয়েছে।
সকাল থেকে প্রস্তুতি সম্পন্ন করে রাজশাহীর পবা-মোহনপুর ইউপি নির্বাচন আজ ১২৫ টি কেন্দ্রে আনন্দমূখর পরিবেশে চলবে ভোটগ্রহণ। পবা উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই ৭টি ইউনিয়নে মোট ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
অপরদিকে, মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।