ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না) রাজশাহী ব্যুরো
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৪ নং রিশিকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী সহিদুল ইসলাম (টুলু) নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথ সভা করেছেন।
শনিবার বিকালে চারটার দিকে ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
এসময় সহিদুল ইসলাম, পথ সভায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বর্তমানে দেশ।
দেশরতœ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে ইউপি বাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।
সহিদুল ইসলাম আরো বলেন, আপনাদের কাছে আমি কথা দিলাম। নৌকা মার্কা আবারো বিজয়ী হলে আগামী অসমাপ্ত কাজ গুলি করার চেষ্টা করবো।
এ সময় ইউপির সর্বস্তরের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হন । সেই সাথে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ইউপি সভাপতি মোঃ সোহেল রানা, সাবেক যুবলীগ সভাপতি ডাঃ হযরত আলী, যুবলীগ সাধারন সম্পাদক কবির উদ্দিন সরকার নয়ন, সাংগঠনিক সম্পাদক জয়েন উদ্দিন জনি, ছাত্রলীগের সভাপতি অমৃত কুমার সহ, আওয়ামীলীগের আরো নেতা কর্মীগন।