মোঃওয়াজদে আলী, স্টাফ রপিোটার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নের পূর্ব বানীহালী গ্রামে মৃত মোজাম্মেল হকের মেয়ে ফেরদৌসী বেগমকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে একই গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান জিয়া। এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পূর্ব বানিহালী গ্রামের জলিলের সাথে ১৪ বছর বয়সে বিয়ে হয় ফেরদৌসীর। জিয়ার বাড়ী একই গ্রামে এবং পাশের বাড়ী হওয়ায় ফেরদৌসীর বিয়ের কিছু দিন পর জোর পূর্বক ধর্ষণ করে জিয়া, এই ঘটনা জনাজানি হলে ফেরদৌসীর সংসারে অশান্তীর এক পর্যায়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। বাবা বেচে না থাকায় অভাবের সংসারে বোঝা হয় সে। এই সুযোগকে কাজে লাগায় জিয়া, ফেরদৌসীকে নিয়ে ঢাকায় পাড়ী জমায় জিয়া তারপর ঢাকা গাজীপুরে ভাড়াবাসায় রেখে দির্ঘ দশ বছর ধর্ষণ করে। এই ভাবে দশ বছর অতিবাহিত হওয়ার পর গত ঈদ উল আজহায় বাড়ী আসে তারা। বাড়ী আসার পর তাদেরকে গত ২৪ আগষ্ট অবৈধ মেলামেশার সময় হাতে নাতে আটক করে এলাকাবাসী। জিয়ার পরিবার প্রভাবশালী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ফেরদৌসীকে মারপিট করে গ্রাম থেকে তারিয়ে দেয় এবং জিয়া গত ৫ সেপ্টেম্বর বিয়ে করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।