ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যা করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীর পরিবেশবাদী কয়েকটি সংগঠনের পক্ষে থেকে মানবন্ধনের আয়োজন করে।
এসময় মানববন্ধনে বক্তরা, মৌসুমী পাখি নির্মমভাবে হত্যায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন। রাজশাহীতে জীব ও বৈচিত্রর যে ক্ষতি হচ্ছে এতে বিভিন্ন পাখির আবাসস্থল হারিয়ে যাচ্ছে। এ জন্য পাখিদের আবাসস্থল গাছ গুলো না কাটার জন্য আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, এলিযাবল ইয়ুথ ফর ইডুলেশন সংগঠনের নেতা গোলাম নবী রনী, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রীন ভয়েস এর আহ্বায়ক আব্দুর রহিম, ক্ষেতলাল পাখি কলোনী সভাপতি মহাসিনা বেগম প্রমূখ।
এদিকে গত শনিবার দুপুরের পর রামেক হাসপাতালের কয়েকটি গাছ কেটে ফেলা হয়। গাছ পড়ার সঙ্গে সঙ্গে কয়েকশ’ শামুকখোল পাখি ও পাখির ছানা মারা যায়। যেগুলো বেঁচে ছিল, পরে জবাই করে নিয়ে যান হাসপাতালের নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনেরা।