আন্তর্জাতিক ডেস্ক : শিশুটির বয়স মাত্র চার। আর এ বয়সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে মেয়েটি। নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে মায়ের জীবন বাঁচিয়েছে। আর এ কারণে তার প্রশংসায় মেতে উঠেছে পত্র পত্রিকাগুলো।
চার বছর বয়সী ওই ছোট্ট মেয়েটির নাম কেইটলিন রাইট। যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের ছোট গ্রাম আসকার্সওয়েলের বসবাস করে কেইটলিন রাইট ও তার পরিবার। গত মাসের শুরুর দিকে কেইটলিনের মা হঠাৎ অসুস্থ হয়ে যান। ঘটনার দিন কেইটলিন তার মা শার্লিনের সঙ্গে বাড়িতেই ছিল। অসুস্থতার এক পর্যায়ে জ্ঞান হারান তার মা শার্লিন ।
এমন ঘটনায় ঘাবড়ে যায়নি কেইটলিন। বরং সে স্থানীয় জরুরি নম্বরে ৯৯৯ এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়।