মোহাম্মাদ রুহুল আমিন, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার পলী বিদ্যুৎ সমিতির আওতায় দেবহাটার সাব জোনাল অফিসের উদ্যোগে দেবহাটা এলাকায় পলী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাইট অব ওয়ে সম্পন্ন হয়েছে। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জহুরুল ইসলামের নেতৃত্বে আজ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা এই রাইট অব ওয়ে করা হয়।গাজীরহাট বাজার থেকে ঈদগাহ বাজার পর্যন্ত ১১ কেভি ফিডারের ব্যাকবোনের কাছাকাছি ঝুকিপূর্ন গাছের বাড়তি ডালপালা ছাটাই করে রাইট অব ওয়ে সম্পন্ন করা হয়। সাতক্ষীরা পলী বিদ্যুৎ সমিতির আওতায় দেবহাটা সাব জোনাল অফিস সর্বদা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারই আওতায় শনিবার এই রাইট অব ওয়ে করা হয়। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জানান, এতে যেমন গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এবং অন্যদিকে সিস্টেম লস কমবে সাথে সাথে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।