ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (৩ সেপ্টম্বর) রাতে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় ৫০ বছর বয়সী তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার হওয়া শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে পুলিশ জানায়, ওই শিশু মেয়েটিকে বেড়াতে যাওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। বিষয়টি প্রকাশ করলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেন বলে জানান। গত ২৮ আগস্ট মটর সাইকেলে করে শিশুটিকে বেড়াতে নিয়ে ওই ধর্ষণ। শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে সবকিছু খুলে বলে শিশুটি। শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ধর্র্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির বাবা বলেন, আত্মীয় হওয়ার পরও শিশুটির সাথে এমন জঘন্য কাজ করতে পাওে সেটা ভাবতেও পারছিনা। আমি মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছি তাকে নিয়ে কিভাবে সমাজে মুখ দেখাবো।আমি এমন জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে। শনিবার গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।